জীবননগরে মেদিনীপুর ও আইসিপিতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: উভয় দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গতকাল শনিবার জীবননগর উপজেলার মেদিনীপুর ও মেদিনীপুর আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে মেদিনীপুর ও গয়েশপুর কোম্পানি কমান্ডার ও বিএসএফ’র পক্ষে ভারতের পুটিখালী ও টুঙ্গি ক্যাম্পের কমান্ডার নেতৃত্ব প্রদান করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ১০টায় মেদিনীপুর বিওপির আওতাধীন ৬২/৯-এস সীমানা পিলারের শূন্যরেখা বরাবর হরিহরনগর মাঠে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ বিজিবিরি পক্ষে ও ভারতের পুটিখালী ক্যাম্পের পক্ষে ক্যাম্প কমান্ডার এএসআই সুরেন্দ্র সিং নেতৃত্ব প্রদান করেন।

এদিকে বেলা ১১টা ২০ মিনিটে ৬৪ নম্বর মেন পিলারের শূন্যরেখা বরাবর আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার্দী ও বিএসএফ’র পক্ষে টুঙ্গি ক্যাম্প কমান্ডার ইন্সেপেক্টর এসএম সরমা নেতৃত্ব প্রদান করেন।