ডাকবাংলা কলেজে অতিরিক্ত ফি আদায় সাধারণ শিক্ষার্থীদের ভাঙচুর

 

ভারপ্রপ্ত অধ্যেক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের অতিরিক্ত ফি আদায় করায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর করে। পরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে করে এ সময় ডাকবাংলা ক্যাম্পের এএসআই শাহিন আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তারা আন্দোলন তুলে নেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে ছিলেন না। ছাত্রদের ৫ দফা দাবির মধ্যে ছিলো- অতিরিক্ত ফি নেয়া বন্ধ করতে হবে, ৩০ টাকা বেতন রাতারাতি ৬০ টাকা নেয়া বন্ধ করতে হবে, ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফ চলবে না, কোচিং ফি বন্ধ করতে হবে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ করতে হবে। ছাত্রদের অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যেক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওদের দাবি সত্য নয়। এদিকে শিক্ষার্থীদের দাবি করেছে তারা গরিব। বিধায় এ কলেজে পড়ছে। যদি আমাদের পিতা-মাতা ধনী হতো তবে তিনারা তো আমাদের শহরের কলেজে পড়াতো। আমরা কর্তৃপক্ষের কাছে শুধুমাত্র বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরমপূরণ করতে চাই।