কুষ্টিয়ার ব্যবসায়ীকে টাকা পাওনার অজুহাতে দামুড়হুদার মুন্সিপুরে আটকে রেখে নির্যাতন : চার দিনের মাথায় উদ্ধার

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুরে পাওনা টাকার অজুহাতে কুষ্টিয়ার এক ব্যবসায়ীকে ঘরে আটকে রেখে ৪ দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৪ দিন পর কুষ্টিয়ার আবু জাফরের পরিবারের লোকজন পুলিশের সহায়তায় উদ্ধার করে বাড়ি ফিরেছেন।

অভিযোগে জনা গেছে, দামুড়হুদা মুন্সিপুরের ওয়াজ আলীর দু ছেলে মধু ও হাবু, নুর ইসলামের ছেলে মিকাইল হোসেন, জসিম উদ্দিনের ছেলে আবুল হাসেম পাওনা টাকার অজুহাতে কৌশলে ডেকে আনেন কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের মসলেম মল্লিকের ছেলে কাপড়ব্যবসায়ী আবু জাফরকে (৩৫)। গত ৪ দিন ধরে জাফরকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। আবু জাফর কৌশলে গতকাল শনিবার ভোরে পীরপুরকুল্লা মাঝপাড়ার হুজুর আলীর ছেলে সাহাদ আলীর বাড়ি থেকে পালিয়ে এসে একই গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জিএম ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পীরপুরকুল্লা থেকে উদ্ধার করেন। খবর দেয়া হয় আবু জাফরের আত্মীয়স্বজনকে। তারা গতকাল ১১টার দিকে এসে পুলিশ ক্যাম্প থেকে জাফরকে বাড়িতে নিয়ে যান। এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।