সড়ক দুর্ঘটনায় দর্শনা কালিদাসপুরের ১৪ আদিবাসী মহিলা আহত

বখতিয়ার হোসেন বকুল: মাঠে পড়ে থাকা হলুদ কুড়োতে যাওয়ার পথে আলমসাধুর এক্সেল ভেঙে দর্শনা কালিদাসপুরের ১৪ আদিবাসী (বাগদি) মহিলারা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন মিন্টুর ময়দার গোডাউনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা কালিদাসপুর বাগদিপাড়ার সুশীল বাগদির স্ত্রী সন্ধ্যাবালা (৪৫), একই পাড়ার মধু বাগদির স্ত্রী মালতি বালা (৪০), গোসায় বাগদির স্ত্রী ছবিবালা (৩৪), সুধীর বাগদির স্ত্রী টুনিবালা (৫০), মৃত বিমল বাগদির স্ত্রী সাবিত্রী বালা (৫৫), সরজিত বাগদির স্ত্রী লক্ষ্মীবালা (৪২), মাধব বাগদির স্ত্রী অলোকা বালা (৩৫), জাদব বাগদির স্ত্রী আন্না বালাসহ (৪০) ১৪ জন আদিবাসী বাগদি মহিলা গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মাঠে মাঠে হলুদ/ধান কুড়োনোর উদ্দেশে উপজেলার ধান্যঘরা গ্রামের রাজ্জাকের ছেলে মুকুলের আলমসাধুযোগে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন মিন্টুর ময়দার গোডাউনের সামনে পৌঁছুলে আলমসাধুর ডান চাকার এক্সেল ভেঙে যায়। এ সময় আলমসাধুতে থাকা সকলেই ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে ৫/৬ জন পিচরোডে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। আহতদের মধ্যে ছবিবালা ও সন্ধ্যাবালাকে বমি করতে থাকেন এবং ৪/৫ জন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন। তিনি আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করেন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।