গাংনীর করমদীতে বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টনের কর্মীসভা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার অনেক ত্যাগী বিএনপি নেতার দলে জায়গা হয়নি। দলের জন্য সারাজীবন নিঃস্বার্থ শ্রম দিয়ে তাদের ভাগ্যে দলের সাধারণ সদস্য পদটুকুও জোটেনি। বর্তমান কমিটিতে যোগ্য নেতৃত্ব না থাকায় দলের প্রতি দায়বদ্ধতাও নেই। এতে বারবার মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ছে দলের বিভিন্ন কর্মসূচি। তাই জেলা উপজেলা কমিটি ভেঙে সঠিক নেতৃত্ব নির্বাচন করে পুর্নগঠন করা গেলে জিয়ার আদর্শের সব সৈনিক এক পতাকাতলে সমবেত হবে। যারা যোগ্য নেতা তাদেরকে সামনে নিয়ে এসে আগামী দিনের আন্দোলন সংগ্রাম কর্মসূচি বাস্তবায়নে এখনই পদক্ষেপ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনীর করমদী স্কুলমাঠে আয়োজিত কর্মীসভার বক্তারা এমনই মতামত প্রকাশ করেন। জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বের প্রতি আস্থাভাজন নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাংগঠনিক স্থবির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

করমদী গ্রাম বিএনপির সহসভাপতি তাহাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বিএনপি নেতা আহসান হাবীব বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, কৃষকদল নেতা শহিদুল ইসলাম, ইউপি বিএনপি সহসভাপতি আফজাল মাস্টার, উপজেলা শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দীন, রবিউল ইসলাম মেম্বার, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, জামাল উদ্দীন, সোহবার হোসেন ও আশিক প্রমুখ।