নাইজেরিয়ায় ১৭২ নারী ও শিশুকে অপহরণ করেছে বোকো হারাম

মাথাভাঙ্গা মনিটর: সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরা উত্তর নাইজেরিয়া থেকে ১৭২ জন নারী ও শিশুকে অপহরণ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার উত্তরাঞ্চলীয় গুমসুরি গ্রামে হানা দিয়ে অপহরণকালে আরো ৩৫ জনকে হত্যা করে জঙ্গিগোষ্ঠিটি, গত বৃহস্পতিবার জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার না করলেও ঘটনার ধরনে বোকো হারামই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এপ্রিলে গুমসুরি থেকে মাত্র ২৪ কিমি দূরের চিবোকের একটি মাধ্যমিক স্কুলে হানা দিয়ে ২শরও বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করেছিলো বোকো হারাম। হামলা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসী আব্বাস মুসার হিসাবে অপহৃত নারী ও শিশুর সংখ্যা ১৭২ জন। তিনি জানান, হামলাকারীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে এলোপাতাড়ি ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। যাদের ধরে নিয়ে গেছে তাদের মধ্যে আমার বোন ও তার সাত শিশু সন্তানও আছে। আমরা জঙ্গলে পালিয়ে রক্ষা পাই। হামলায় সময় অনেকেই পালাতে পারেননি। অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।