গোলাম মোর্তূজা ও সরদার আল আমিনকে দেয়া হলো সম্মাননা

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহিত্য সম্মেলন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: ‘চুয়াডাঙ্গার কৃতী ব্যক্তিত্ব জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা ও কলম সৈনিক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনকে সম্মাননা জানিয়ে ঠিক কাজটিই করেছে জেলা লেখক সংঘ। তাদের এটা প্রাপ্য। তাই আমি বলবো সুন্দর ও সুষ্ঠু সমাজ বিনির্মাণে দু কৃতী ব্যক্তিকে সমাজের সামনে তুলে ধরা যথার্থ। যথাযথ কাজটিই করলো লেখক সংঘ। কারণ যে দুজনকে আজ সম্মাননা জানানো হচ্ছে, স্ব স্ব ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।’ কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জেলা লেখক সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান ২০১৪ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি জেলা লেখক সংঘের জন্য অনুদান ঘোষণা করেন এবং সংঘের স্থায়ী ঠিকানা করে দেয়ার আশ্বাস দেন।

11

জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গোলাম মোর্তূজা দীর্ঘজীবন সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। জীবনের ২৭টি বছর তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণেই তার আজকের এই সম্মাননা। অন্যদিকে সরদার আল আমিন কিশোর বয়স থেকেই কলম সৈনিকের দায়িত্ব পালন করে চলেছেন। দীর্ঘ ২৫ বছর তিনি দৈনিক মাথাভাঙ্গার কর্ণধার হিসেবে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখে সেবা করে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মাননাপ্রাপ্ত অতিথিদ্বয়কে একটি করে কাশ্মীরি শাল চাদর পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফ, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এমএ গফুর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন, লেখক সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টার ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা। সম্মাননা প্রাপ্ত দুজন গোলাম মোর্তূজা ও সরদার আল আমিন বক্তৃতাকালে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারহানা আক্তার রিনি, আবুল কাশেম মাস্টার, অ্যাড. আতিয়ার রহমান, আব্দুল আলীম ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে স্বরচিত সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে অতিথি ছিলেন গোলাম মোর্তূজা। আলোচনা করেন মুন্সি আবু সাইফ ও সরদার আল আমিন। চিরায়ত সাহিত্য কবি আল মাহমুদের স্বদেশ কবিতাটি পাঠ করেন মনজুরুল হক। স্বরচিত লেখা পাঠ করেন সরদার আল আমিন, ডা. শাহীনূর হায়দার, ময়নুল হাসান, চিত্তরঞ্জন সাহা চিতু, শোয়েব দরবেশ, মুরশীদ, সিরাজ সামজি, নজরুল ইসলাম, মোহনা হাসান প্রেমা, মনজুরুল হক, শামীমা আখতার, শাহিদা খাতুন, সামসাদ রানু, দিলরুবা খানম, মাহির তাজওয়ার, আবুল কালাম আজাদ, ওমর আলী মাস্টার, জামান লিংকন, রুমা ইসলাম, কিশোর কারুণিক, খালেদা খানম, ইদ্রিস মণ্ডল, এমএ মামুন, সোহেল রানা, ফজলুল হক মালিতা, সজিব মিলন, বুলবুল খান, এসএম পারভেজ, আজিজ হোসেন, বাপ্পা কুণ্ডু, শরীফ সাথী, আব্দুর রহিম, অশোক দত্ত, রহমত বিশ্বাস, ইন্তাজুল ইসলাম, আমজাদ হোসেন, মঞ্জুরুল আলম রূপান্তর, আবুল কাশেম লস্কর, আব্দুল কুদ্দুস, এমএ হামিদ, সুমন রশিদ, জোয়াদ আলী, হারুন অর রশিদ, মেখ নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, চৌধুরী আব্দুল আলীম, কিংকর কুমার দে, কামরুজ্জামান ও গোলাম রহমান চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান।

Leave a comment