আলমডাঙ্গায় ৫ম শ্রেণির শিশুকন্যাকে কাজির বাড়ি ডেকে নিয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী মাস্টারের বিরুদ্ধে বাড়িতে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাজানি হয়ে পড়ার আশঙ্কায় ডামোশ গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা সেলিনাকে তিনি নিজ বাড়িতে ডেকে নিয়ে বিয়ে পড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শিশুবধূর বাপের বাড়ি প্রীতিভোজ।

জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের সেলিম আলীর শিশুকন্যা সেলিনা খাতুন ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিএসসি পরীক্ষা দিয়েছে। সম্প্রতি তার বিয়ে ঠিক হয় কুষ্টিয়া জেলার ইবি থানার রসুনপুর গ্রামে। বিয়ের জন্য যোগাযোগ করা হয় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ আলী খানের সাথে। জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি শিশুকন্যা ও শিশুবরকে তার আলমডাঙ্গা শহরস্থ বাড়িতে নিয়ে যেতে বলেন। কথা মোতাবেক ১০ বছরের শিশুকন্যা সেলিনাকে কাজির বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানেই গোপনে তাদের বিয়ে পড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে এ ঘটনা ঘটে। আজ শনিবার শিশুবধূ সেলিনার বাপের বাড়ি ডামোশ গ্রামে বিয়েপূর্বক প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে।