গাংনীতে বিএনপির বিজয় দিবসের আলোচনাসভার অনুমতি দেয়নি পুলিশ

 

গাংনী প্রতিনিধি: শুধুমাত্র পতাকা উত্তোলন কার্যক্রমের মধ্যে মেহেরপুর গাংনী উপজেলা ও পৌর বিএনপির বিজয় দিবসের কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। মহান বিজয় দিবস উদযাপনে গাংনী উপজেলা ও পৌর বিএনপি আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলো। তবে নিরাপত্তার অজুহাতে আলোচনাসভা ও দোয়া মাহফিল করতে দেয়া হয়নি বলে অভিযোগ বিএনপি নেতৃবৃন্দের।

গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। দলীয় কার্যালয়ে পূর্ব নির্ধারতি আলোচনাসভা ও দোয়া মাহফিল পুলিশের বাধার কারণে হচ্ছে না বলে অভিযোগ করেন আমজাদ হোসেন। তিনি আরো বলেন, আমরা দেশবিরোধী না, আমরা মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিজয় দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিলের অনুমতি দেয়নি পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুর পুলিশ সুপার ও গাংনী থানার ওসি মোবাইলে তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেন। এ নিয়ে পুলিশের সাথে তার বাগবিতণ্ডা হয়।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, বিএনপিতো পতাকা উত্তোলন করেছে। পরবর্তী বিষয়গুলো আমার জানা নেই। তবে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, সকালে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ছিলো। তাই নিরাপত্তার কারণে বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

Leave a comment