মুজিবনগর সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে নজরুল ইসলাম ভন্তা (৪২) নামের এক বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে। গতকাল বুধবার ভোরে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার পথে তাকে আটক করা হয়। তিনি সোনাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। অপরদিকে পঞ্চগড়ের চাকলাহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গতকাল বুধবার সোনাপুর সীমান্তের ১০৭ নং মেন পিলারের কাছে গরু আনতে যান নজরুল ইনলাম। দুটি গরু নিয়ে আসার পথে তাকে ধরে নিয়ে যান বিএসএফ ১১৯ ব্যাটালিয়নের সুটিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা। পরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নজরুলকে ভারতের চাপড়া থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে জানায় বিএসএফ।

বিজিবি আরো জানায়, মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ১০৭/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত মশামারি মাঠ নামক স্থানে বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করে। বিএসএফ বলেছে, সুটিয়া ক্যাম্পের টহল তার দিকে এগিয়ে গেলে সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এদিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ’র অতর্কিত গুলিতে আবুল কালাম (৪৫) নামের একজন বাংলাদেশি আহত হয়েছেন। আবুল কালাম পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে। গতকাল বুধবার বিকেলে ভারতীয় সীমান্তের ৭৬৩ নং পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ ও ভারতীয় জনগণ দেশীয় অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পশ্চিম জয়ধরভাঙ্গা এলাকার লোকজন কৌতুহলবশত ঘর থেকে বেরিয়ে দেখতে যায়। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বিএসএফ’র ছোড়া গুলি আবুল কালামের ডান চোখে, বাম হাতে ও মাথায় আঘাত করে। এ সময় বিএসএফ’র ইন্ধনে ভারতীয়রা বাংলাদেশি একটি ইউক্যালিপ্টাস গাছের বাগান কাটতে শুরু করে। এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।