মাগুরায় ময়ুর পাকনা ও ভারতীয় প্রসাধনী উদ্ধার

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন ও জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা মাগুরা জেলা সদরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ময়ুরের পাকনা ও ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের এ মালামাল উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ও উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মো. তোতা মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা বিদ্যুত অফিসের সামনে ওত পেতে বসে থাকেন। ভোর ৫টার দিকে ঢাকামুখি একটি কাভার্ড ভ্যান থামিয়ে তাতে তল্লাশি করে বিজিবি। এ সময় ওই কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী ও অবৈধ পথে আসা ময়ুরের পাকনা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৮ হাজার ৮শটি ময়ুর পাকনা ও ৩২ কার্টন কসমেটিক্স। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪২ লাক ৪২ হাজার ২৭০ টাকা বলে জানানো হয়েছে।