দর্শনা ডাকবাংলো চত্বরে সাম্প্রতিকের সপ্তাব্যাপি বিজয় মেলার উদ্বোধনকালে লে. কর্নেল মনিরুজ্জামান

স্বাধীন সর্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই

 

দর্শনা অফিস: দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতি সংগঠন প্রতিবারো মতো এবারো আয়োজন করেছে সপ্তাব্যাপি বিজয় মেলার। দর্শনা ডাকবাংলো চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস বিভীষিকাময় পরিস্থিতির মোকাবেলার মাধ্যমে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে এদেশের দামাল ছেলেরা লাখো শহীদের বিনিময়ে ছিনিয়ে এনেছিলো আজকের এ মহান বিজয়। আজকের বিজয়ের পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। স্বাধীন সর্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এক সাগর রক্ত, ৩০ লাখ প্রাণ ও দু লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে সারা বিশ্বের বিস্ময় আজকের এ বিজয় গোটা বাঙালি জাতির মহাগৌরব ও অহঙ্কার। সংগঠনের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, নজরুল ইসলাম মাস্টার প্রমুখ। আলোচনা পর্ব শেষে সাম্প্রতিকের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান ও নাটক খ্যাপা পাগলের প্যাচাল। মেলায় বিভিন্ন ধরণের স্টল দিয়ে সাজানো হয়েছে।

Leave a comment