ঝিনাইদহের বাজারগোপালপুরে ফেনসিডিলসহ মাদক মামলার আসামি গ্রেফতার

 

বাজার গোপালপুর প্রতিনিধি: একাধিক মাদক মামলার আসামি সেলিম হোসেনকে (২৫) এবার ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ গ্রেফতার করেছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাজার গোপালপুর-চোরকোল সড়কের বকুলতলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীরে বেল্ট দিয়ে বিশেষভাবে বেঁধে রাখা ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক চোরাচালানী সেলিম হোসেন জীবননগর উপজেলা শহরের শাপলাকলি পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ বিষয়ে মাদক চোরাচালানী আইনে মামলা হয়েছে।

বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সালাউদ্দিন জানান, গতকাল গোপন সংবাদের মাধ্যমে ক্যাম্প পুলিশ জানতে পারেন, বাজার গোপালপুর-চোরকোল সড়কে মাদক চোরাচালানী কারবারীরা একটি মোটরসাইকেলযোগে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এ সময় পুলিশ সড়কের চোরকোল বাজারের ব্রিজের নিকট চেকপোস্ট বসায় এবং একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এলে তাকে থামানোর চেষ্টা করা হয়। ওই আরোহী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশও মোটরসাইকেল এবং আরোহীদের ধাওয়া করে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে বাজারগোপালপুর-চোরকোল সড়কের বকুলতলা নামক স্থানে পৌঁছুলে মোটরসাইকেল আরোহী সেলিম হোসেন গাড়ি থেকে নেমে মাঠের মধ্যে লুকানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স তাকে ঝাপটে ধরে এবং শরীরে বেল্ট দিয়ে বিশেষভাবে বেঁধে রাখা ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে সেলিম একজন মাদকব্যবসায়ী। চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় একাধিক মাদক আইনে মামলা তার বিরুদ্ধে মামলা রয়েছে।