হাইটেক পার্কে ৭০ হাজার দক্ষ এমপ্লয়ির প্রয়োজন হবে

 

স্টাফ রিপোর্টার: তথ্যপ্রযুক্তি খাতে তরুণ কর্মশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে আউটসোর্সিংয়ের কাজে আরো বেশি এগিয়ে আসতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বাংলাদেশের হাইটেক পার্কে প্রকল্পের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সামনেই ৭০ হাজার দক্ষ এমপ্লয়ির প্রয়োজন হবে। সে অনুযায়ী আগে থেকে প্রশিক্ষিত কর্মশক্তি তৈরি হয়ে থাকলে বাংলাদেশ আইটি সেক্টরে আরো এগিয়ে যাবে। বিশেষ করে নারীরা বাড়িতে বসেই তাদের অবসর সময় ফ্রিল্যান্সিংয়ের কাজে লাগালে এক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা হবে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে তথ্যপ্রযুক্তি খাতে গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও নেটওয়ার্কিংয়ে তরুণদের প্রশিক্ষণ দানকারী একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আউটসোর্সিংয়ের কাজে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ৩০টি দেশের মধ্যে অন্যতম। বর্তমানে ইউরোপের দেশগুলোও বাংলাদেশে এই খাতে বিনিয়োগ করতে শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের অন্ধ্রপ্রদেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বছরে ১০ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা অন্ধ্রপ্রদেশের দ্বিগুণ। বাংলাদেশে যারা আউটসোর্সিংয়ের কাজে আছে তাদের ৯ শতাংশ নারী। এ ৯ শতাংশকে ৫০ শতাংশে নিয়ে যেতে পারলে বাংলাদেশকে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।