স্টাফ রিপোর্টার: শঙ্করচন্দ্র পুরাতনপাড়ার গৃহবধূ দু সন্তানের জননী লিপি খাতুনের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার পিতার বাড়ি চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালমর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে গাড়াবাড়িয়া কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হযেছে।
জানা গেছে, গাড়াবাড়িয়ার সানোয়ার হোসেনের মেয়ে লিপি খাতুনের সাথে শঙ্করচন্দ্র পুরাতনপাড়ার আব্দুস সাত্তারের বিয়ে হয়। এদের সংসারে দু সন্তান আসে। গতপরশু বিকেলে স্বামীগৃহে বিষপান করে লিপি খাতুন। তাকে হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় মারা যায়। মৃতদেহ নেয়া হয় পিতার বাড়ি। সেখানে মৃতদেহ দেখতে স্বামীর বড় ভাই আক্কাস গেলে পিটুনির শিকার হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে অপমৃত্যুর বিষয়ে পুলিশকে কিছু না জানিয়ে লাশ দাফনের প্রক্রিয়া করা হয়। গাড়াবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম নামের ঘরজামাই হত্যার খবর পেয়ে সদর থানার ওসিসহ সহকারী পুলিশ সুপার গাড়াবাড়িয়ায় উপস্থিত হন। এ সময় লিপি খাতুনের মৃত্যুর বিষয়ে পুলিশকে কিছু না জানানোর কারণে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। এরই অংশ হিসেবে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়। পুলিশ বলেছে, সদর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।