মানসিক প্রতিবন্ধী মেয়েকে কবিরাজের কাছে নিতে চাওয়া পিতার ওপর চড়াও ছেলে : ঠেকাতে গিয়ে আহত দু আত্মীয়

 

স্টাফ রিপোর্টার: মানসিক প্রতিবন্ধী মেয়েকে কবিরাজের নিকট নিতে চেয়েছিলেন পিতা সুলতান আলী। বাধ সাধেন ছেলে মাহফুজ। এ নিয়ে বাপ-ব্যাটার মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় মারামারি। ঠেকাতে গিয়ে আহত হয়েছেন বাদশা ও নূর ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাটে এ ঘটনা ঘটে।

আহত দুজনের মধ্যে বাদশা গাইদঘাটেরই মৃত সৈয়দ আলীর ছেলে। আর নূর ইসলাম ঝিনাইদহ সাধুহাটির মৃত আলী আহম্মেদের ছেলে। আহত দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদশা ও নূর ইসলাম দুজনই সুলাতন আলীর নিকটাত্মীয়। এরা বলেছেন, বাপ-ব্যাটার মারামারি ঠেকাতে গেলে ক্ষুব্ধ হয়ে মাহফুজ আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পক্ষান্তরে মাহফুজের তরফে বলা হয়েছে, অকারণে কবিরাজের বাড়ি বোনকে নেয়ার জন্য মাতামাতি করায় মাথা ঠিক ছিলো না। সে কারণেই পিতার দিকে রুখে যায় মাহফুজ।