দৌলতপুরে অগ্রণী ব্যাংকে লুটের অপচেষ্টা : একজন গ্রেফতার

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরে অগ্রণী ব্যাংক দৌলতপুর শাখায় অর্থ লুটের অপচেষ্টা চালিয়েছে সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা। পুলিশ এ সময় এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। সে রিফাইতপুর বিন্দিপাড়া গ্রামের ইয়ানুচ আলীর ছেলে। দীর্ঘদিন ওই ব্যাংকে কোনো নৈশপ্রহরী না থাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল সঙ্ঘবদ্ধ দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের গ্রিল ও দরজা কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট রুমের দরজা ভাঙার সময় প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছোটন (৩০) নামে এক দুর্বৃত্তকে ব্যাংকের ভেতর থেকে গ্রেফতার করে। এ সময় তার অন্য সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ব্যাংকে কোনো নৈশপ্রহরী না থাকার সুযোগে দুর্বৃত্তরা ব্যাংক লুটের অপচেষ্টা চালিয়েছে। ব্যাংক ব্যবস্থাপক আবু জাফর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার নৈশপ্রহরী চেয়েও পাওয়া যায়নি। দৌলতপুর থানার এসআই রাসেল সরওয়ার জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।