বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক

 স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ৭৬’র নিকট দর্শনা আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপি পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান, এনডিসি এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আইজি সানদিপ শুলাংকি, আইপিএস (কোলকাতা)। পতাকা বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপমহাপরিচালক জাবেদ সুলতান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এবং বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি পিএস রাথর, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিরেন্দ্র দত্ত, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট শ্রী সুরেশ কুমার। পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ যৌথ টহল করা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি ও ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে সৌজন্যমূলক পতাকা বৈঠক সম্পন্ন হয়।

Leave a comment