অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক: অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে চুয়াডাঙ্গা টাউনক্লাব মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি হুইপ জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শ্বেত কপোত অবমুক্তকরণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্রীড়া পতাকা উত্তোলন করেন ব্যাংকের সহকারী মহাব্যস্থাপক ও অঞ্চল প্রধান সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ব্যাংক হলো অগ্রণী ব্যাংক। সফল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এ দেশের অর্থনেতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে এ ব্যাংকটি। সারা বছর কর্মক্লান্ত এক ঘেয়েমিতা কাটানোর জন্য প্রতিবছরের মতো আয়োজিত এ বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি আরো বাড়িয়ে দিবে। সাথে সাথে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপি চলতে থাকে ব্যাংকের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্য আয়োজিত ১৭টি ইভেন্টের প্রতিযোগিতা। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো মহিলাদের বাস্কেটে বল নিক্ষেপ, মিউজিকের তালে তালে বালিশ বদল ও সন্তানদের জন্য আয়োজিত যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনা করেন ক্রীড়াবিদ ওয়ালিউল্লাহ সিদ্দিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক লোটন, ইসলাম রকিব ও ফিরোজ আহম্মেদ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের সহকারী মহাব্যস্থাপক ও অঞ্চল প্রধান সাইফুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতাসহ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন অগ্রণী ব্যাংকের ক্রীড়া-সাংস্কৃতিক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ সদস্যবৃন্দ। উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাননটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুস ছাত্তার।