চুয়াডাঙ্গায় বন্ধের দিনও দোকান খোলা : ৪ দোকানির অর্থদণ্ড

 

স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক বন্ধের দিনও দোকান খোলার দায়ে চুয়াডাঙ্গা জেলা শহরের ৪টি দোকানের মোটা ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহল আমিন এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের রিনা স্টোরের মালিক গোপাল চন্দ্র সাহা দোকান খুলে রাখায় তাকে শ্রমআইন (সংশোধনী ২০১৩’র) ১০৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে দেড় হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয় ঘড়ি বিতানের মালিক বেল্লাল হোসেকে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা এদের দণ্ডাদেশ দেন। অপর ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের সঞ্জয় কুমার সাহাকে ৩ হাজার টাকা ও সোনালী ওয়াচ কোম্পানির মালিক রবিউল হককে দু হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও সদর থানার একদল পুলিশ।