মদ ও ফেনসিডিল জব্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার সুলতানপুর ও শিংনগর সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিল ও ৪৬ বোতল মদ জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোরশেদ আলমের নির্দেশে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল দেয়ার সময় ৩ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া একই সময়ে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার জাহিদ হোসেন শিংনগর সীমান্ত থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।