গাড়াবাড়িয়ায় কপিভর্তি ট্রাক উল্টে পুকুরে দিয়েছে হেলপার : আহত ১

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় কপিভর্তি ট্রাক পুকুরে উল্টে দিয়েছে হেলপার। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন লেবার তরিকুল ইসলাম। তাকে হাসপতালে ভর্তি করা হয়েছে। পুকুরের পানিতে পড়ে বিনষ্ট হয়েছে ট্রাকে থাকা প্রায় দুশ কপি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, গাড়াবাড়িয়ার কৃষক এনামুল ও জিয়া তাদের ক্ষেতের কপি চট্টগ্রামে নেয়ার উদ্দেশে ট্রাকে তোলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫১৫ ট্রাকে কপি তোলার পর ট্রাকটি হেলপার চালিয়ে জাফরপুর মোড়ের দিকে নেয়ার চেষ্টা করে। পথিমধ্যে তালপুকুরে ট্রাকটি উল্টে পড়ে। ট্রাকে থাকা লেবার তরিকুল ইসলাম আহত হন। তিনি গাড়াবাড়িয়ার আদালত মণ্ডলের ছেলে।

ট্রাকটি পুকুরের পানিতে উল্টে পড়ার পর স্থানীয়দের ধারণা হয়, চালকের আসনে থাকা হেলপার ট্রাকের নিচে চাপা পড়তে পারে। সে কারণে দ্রুত খবর দেয়া ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে। খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে অবশ্য জানা যায়, নিচে কেউ চাপা পড়েনি।