দামুড়হুদার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি : হত্যার হুমকি

দামুড়হুদা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পূর্বপাড়া আবাসন প্রকল্পে বসবাসরত ১০ ঘর হিন্দু সম্প্রদায়ের কাছে মোবাইলফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। গত দু দিনে ০১৮৬৮৫৯০৭৪৫ নম্বর থেকে বেশ কয়েকবার ৫০ হাজার টাকা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে ওই ১০ ঘর হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় রঞ্জন দাস বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়া আবাসন প্রকল্পের বাসিন্দা ধীরেন দাসের ছেলে রঞ্জন দাস (৫০), রঞ্জনের ছেলে কার্ত্তিক দাস (২৮), ভোগতি দাসের দু ছেলে নারায়ন দাস (৪৫) ও সন্তোষ দাস (৫৫), সতীশ দাসের দুছেলে বাঘা দাস (৫০) ও সুনীল দাস (৪৮), শিবু দাসের ছেলে সুশান্ত দাসসহ মোট ১০ ঘর হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে ওই আবাসন প্রকল্পে বসবাস করে আসছে। গত দু দিন ধরে ০১৮৬৮৫৯০৭৪৫ এ মোবাইলফোন নম্বর থেকে রঞ্জন দাসের কাছে বেশ কয়েকবার ৫০ হাজার টাকা দাবি করে। চাঁদার টাকা না দিলে ওই ১০ ঘর হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মেরে ফেলার হুমকিও দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় ওই ১০ ঘর হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে দিন পার করছে। রাত জেগে পাহারাও দিচ্ছেন তারা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ওই আবাসন প্রকল্পে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন। বাকিরা আজ শুক্রবার থানায় ডায়েরি করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি আমাকে এখনও কেউ বলেননি। আমার থানায় বর্তমানে কোনো চাঁদাবাজের চাঁদা চাওয়ার সাহস বা সুযোগ নেই। ফলে চাঁদা চাওয়ার কোনো ঘটনাও নেই। তারপরও যদি কেউ চাঁদা চেযে থাকে এতে ভীত হওয়ার কিছু নেই। দু একদিনের মধ্যেই ওই চাঁদাবাজকে আমি ধরে ফেলবো।