চুয়াডাঙ্গার জনকল্যাণ সংস্থার অর্থ আত্মসাৎ মামলা
স্টাফ রিপোর্টার: জনকল্যাণ সংস্থার অর্থ আত্মসাৎ মামলায় কয়রাডাঙ্গার নজরুল ইসলামকে জেলহাজতে নেয়া হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। একই মামলায় নজরুল ইসলামের পিতা আব্দুর রহমান বিশ্বাসের জামিনের আবেদন অবশ্য আদালত মঞ্জুর করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়স্থ জনকল্যাণ সংস্থার ৬ লাখ ৭৬ হাজার ৭৮ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক নূরুল ইসলাম মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ও তার ছেলে নজরুল ইসলামকে। নজরুল ইসলাম সংস্থার শাখা ব্যাবস্থপক পদে চাকরি করতেন। চাকরি করাকালে টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। এ মামলায় গতকাল নজরুল ইসলাম ও তার পিতা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের বিজ্ঞ বিচারক ড. এবিএম মাহমুদুল হক শুনানি শেষে নজরুলের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। অপর আসামি আব্দুর রহমান বিশ্বাসের জামিনের আবেদন মঞ্জুর করেন।