দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ফকরিখালী ব্রিজের অদূরে পুলিশ পিকআপ ভ্যান লক্ষ্য করে আবারো শক্তিশালী বোমা নিক্ষেপ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা পুলিশ পিকআপ ভ্যান লক্ষ্য করে দুবৃর্ত্তরা আবারো বোমা হামলা চালিয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা ফকরিখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসআই তোবারক আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পিকআপ ভ্যানে আটকবর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফকরিখালী ব্রীজের অদূরে পৌঁছুলে অজ্ঞাত দুবৃর্ত্তরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে পরপর দুটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। দুটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। অল্পের জন্য রক্ষা পায় পুলিশের পিকআপ ভ্যানটি। পুলিশ গাড়ি থেকে নেমে তাদেরকে ধাওয়া করলেও কোনো দুবৃর্ত্তকে আটক করতে পারেনি। উল্লেখ্য, কিছুদিন আগে উপজেলার সুবলপুর গুচ্ছগ্রামে ডাকাতি করার সময় পুলিশ পৌঁছুলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

পিকআপ ভ্যানে থাকা দামুড়হুদা মডেল থানার এসআই তোবারক আলী বলেন, এটা বোমা নয় ককটেল। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, আমি ছুটিতে ছিলাম বিষয়টি আমি জানি না এবং আমাকে কেউ জানাননি।