দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতাসহ সেবনকারীর জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে সালেহা (২৮) নামের এক মহিলা গাঁজা বিক্রেতাকে ১ মাসের এবং আনোয়ার (৩০) নামের এক গাঁজাসেবনকারীর ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার দুপুরে নিবার্হী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা সালেহা দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা হাটপাড়ার ভিক্ষুক শফিকুল ইসলামের স্ত্রী এবং আনোয়ার একই গ্রামের তেঁতুলতলার আনছার আলীর ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা হাটপাড়ার ভিক্ষুক শফির বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শফির স্ত্রী সালেহার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সালেহাকে গাঁজাসহ আটকের পরপরই একই গ্রামের তেঁতুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সেবনকারী আনোয়ারকে আটক করেন। তাদের দুজনকেই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাদের উভয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সালেহাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সেবনকারী আনোয়ারকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন। আনোয়ার ওই জরিমানার টাকা নগদে পরিশোধ করতে ব্যর্থ হলে তাকেও জেলহাজতে প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।