দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হাশেম (২৫) ও জার্মান (৪০) নামের দু হেরোইন ব্যবাসীয়কে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এএসআই রশিদুল হাসান ও এএসআই নিয়ামল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মোক্তারপুরস্থ রাস্তা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ ওই দু হেরোইন ব্যবসায়ীকে আটক করেন। আটক হাশেম দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দরুদ আলীর ছেলে এবং জার্মান মেহেরপুরের বারাদী মোমিনপুরের মৃত রফত উল্লার ছেলে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূঁইয়া বাদী হয়ে ওই দু হেরোইন ব্যবসায়ীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।