জীবননগরে কওমি মাদরাসার সেমিনারে শিক্ষাবোর্ডের মহাসচিব জাহানাবাদী

ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই

 

জীবননগর ব্যুরো: মাদরাসা শিক্ষার মানোন্নয়নে জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গোয়ালপাড়া রশীদিয়া দারুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাও. আব্দুল জব্বার জাহানাবাদী।

গোয়ালপাড়া রশীদিয়া দারুল উলুম মাদরাসার মোহতামিম এসএম আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি জাহানাবাদী বলেন, কওমি মাদরাসা আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা। আল্লাহর রসুলের ওপর যে ওহি নাজিল হয়েছিলো তারই আলোকে সমস্ত মাদরাসাগুলো পরিচালিত হয়। মসজিদভিত্তিক বয়স্ক শিক্ষা ব্যবস্থা চালু করতে তিনি মসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামের জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। যারা এসব করে, আমরা ঘৃণাভরে তাদেরকে প্রত্যাখ্যান করি। বক্তব্য রাখেন মহেশপুরের সুফফা মাদরাসার মোহতামিম মুফতি রফিকুল ইসলাম, মাও. জাহিদ হাসান, মাও. আজিজুর রহমান, মুফতি মো. ইদ্রিস, মুফতি মো. মাসুম বিল্লাহ ও মাদরাসা পরিচালনা কমিটি সভাপতি শওকত আলী। পরে তিনি জীবননগর শহরের নতুন তেঁতুলিয়ায় অবস্থিত হযরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা মাদারাস পরিদর্শন করেন। জীবননগর আলিয়া মাদরাসার সুপারিনটেনডেন্ট মাও. আব্দুল খালেক, মোহতামিম এসএম আব্দুল আজিজ, মাদরাসার সভাপতি বশিয়ার রহমানসহ মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।