স্টাফ রিপোর্টার: সাধারণ সভায় কমিটি পুনর্গঠন করতে না পেরে অনিয়মতান্ত্রিকভাবে আগামী ৩১ ডিসেম্বর নির্বাচন দেখিয়ে কমিটি গঠনের পাঁয়তরা করছে বলে অভিযোগ উঠেছে। মিসেস হালিমা হক লিখিত অভিযোগপত্রে এ তথ্য দিয়ে বলেছেন, গত ৬ ডিসেম্বর সাধারণসভা আহ্বান করা হলেও অনেকেরই সভায় ডাকা হয়নি। কিছু সদস্য বয়কট করেন। বাকি সদস্যদের উস্থিতিতে নির্বাহী পরিচালক নূরুল ইসলাম কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনারের সদস্যদের হাজির করান। বাধার মুখে নির্বাচন করতে না পেরে অনিয়মতান্ত্রিকভাবে আগামী ৩১ ডিসেম্বর নির্বাচনের পাঁয়তারা করা হচ্ছে। নিয়মানুযায়ী একমাস পূর্বে নির্বাচনী তফশিল ঘোষণার কথা থাকলেও নির্বাহী পরিচালক তার অনিয়ম আড়াল করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। একই সাথে তিনি কমিটির অনুমোদনের জন্য সমাজসেবা অফিসকে ম্যানেজ করার চেষ্টা করছেন বলেও শোনা যাচ্ছে।