আলমসাধু যাত্রীদের হাত-মুখ বেঁধে ছিনতাই

জীবননগরের শাহাপুর-সাবদারপুর সড়কে ছিনতাইকারীদের ব্যারিকেড

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার শাহাপুর-সাবদারপুর সড়কে পথচারীদের বেঁধে ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে তারা। গতরাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর-সাবদারপুর সড়কে ৭/৮ জনের একদল ছিনতাইকারী কলাগাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের পথরোধ করে ছিনতাই করে তারা। শাহাদতের আলমসাধুযোগে জীবননগরের কাশিপুর গ্রামের গোফেশ্বর হালদারের ছেলে মাছ ব্যবসায়ী গণেশ হালদার, দেহাটি গ্রামের রহমত আলীর ছেলে টিটন, একই গ্রামের আকবর আলীর ছেলে শাহাদত ঝিনাইদহের বারোবাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। আলমসাধুটি শাহাপুর-সাবদার সড়কে স্থানীয় ক্যাম্পের অদূরে তাতিরপুকুর নামক স্থানে পৌঁছে রাত ৯টার দিকে। এ সময় আগে থেকেই রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দেয় ছিনতাইকারীরা। তারা আলমসাধুযাত্রীদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে ছিনতাইকারীরা সটকে পড়ে। ঘটনার আধাঘণ্টা পর একটি ট্রাক যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার ব্যক্তিদেরকে ট্রাকে থাকা লোকজন উদ্ধার করে।