সামসুল হুদা গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গার জয়লাভ

 

স্টাফ রিপোর্টার: সামসুল হুদা গোল্ডকাপ ফুটবলে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলার মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার ১০ মিনিটে ১ গোলে খুলনা জেলা দল এগিয়ে যায়। খেলার ৩৫ মিনিটের মাথায় চুয়াডাঙ্গা জেলা দলের সোহেলের গোলে করে সমতায় আসে চুয়াডাঙ্গা জেলা দল। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে খুলনা জেলা দলকে হারায় চুয়াডাঙ্গা জেলা দল। ম্যাচ সেরা হন গোলকিপার মামুন। চুয়াডাঙ্গা জেলা দলের কোচ ছিলেন সরওয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ম্যানেজার শহীদুল কদর জোয়ার্দ্দার এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি চুয়াডাঙ্গা জেলা দলের প্রবীণ সমন্বয়কারী মতিয়ার রহমান। আগামী ১২ ডিসেম্বর শুক্রবার ফরিদপুরের মোকাবেলা করবে চুয়াডাঙ্গা জেলা দল। খুলনা জেলা দলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা দল জয়লাভ করায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলা দলের সকল কর্মকর্তাসহ খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।