লতিফ সিদ্দিকীর ফাঁসিসহ মুরতাদের সর্বোচ্চ শাস্তির আইন দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: লতিফ সিদ্দিকীর ফাঁসি ও ধর্ম অবমননাকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের দাবিতে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বাদ আছর চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফেরে। শহীদ হাসান চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সভাপতি প্রভাষক আবুল হাসান। এড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ডা. জেনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. ইমরান সরকার, অর্থসম্পাদক মওলানা সাইফুল ইসলাম, আলমডাঙ্গা থানা সভাপতি অমিনুল ইসলাম, জীবননগর থানা সেক্রেটারি মওলানা মাহবুবুর রহমান, দামুড়হুদা থানা সভাপতি হাসুনজ্জামান সজিব, আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি মাওলানা একরামুল হক প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন, লতিফ সিদ্দিকী শুধু বাংলাদেশের নয়, মুসলিম জাহানের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছেন। ওর মতো মুরতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চাই। একই সাথে ধর্ম অবমাননাকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন চাই। এ দাবি শুধু ইসলামী আন্দোলনের নয়, দেশের ধর্মপ্রাণ সকল মানুষের। এ দাবি মানা না হলে পীর সাহেব চরমনাই’র নেতৃত্বে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

সমাবেশ থেকে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গার সকল থানায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ।