রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ স্লোগানে দুনীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দর্নীতি বিরোধী দিবস

 

স্টাফ রিপোর্টার: ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন- উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নুঝাত পারভীন ও কোরআন তেলাওয়াত করেন আছিয়া খাতুন।

প্রধান অতিথি বলেন, দুর্নীতি সমাজের সর্বস্তরে প্রসারিত হয়েছে। দুর্নীতি এক পক্ষ দ্বারা হয় না। জনপ্রতিনিধিরা সৎ হলে অফিস আদালতে দুর্নীতি কমে যাবে। দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দেবো না। এ মানসিকতা গড়ে তুলতে হবে। এভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে ৱ্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধন রচিত হয়। মানবন্ধন শেষে আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কার্পাসডাঙ্গা কলেজের প্রিন্সিপাল হামিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ প্রমুখ। প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাইলট হাইস্কুল হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার উম্বত আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, গোলাম রব্বানী ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন রাজনীতিক আ. সালাম ইসা, সাংবাদিক সালাউদ্দীন কাজল, এসএম আবুল কালাম আজাদ, কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, সাব্বির আহমেদ, শিক্ষক আল মইন ও কমিটির সদস্য উষার সমন্বয়কারী আলমগীর হোসেন প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে দুর্নীতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরে ৱ্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোশারফ হোসেনের নেতৃত্বে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ থেকে একটি ৱ্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সব শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোজাম্মেল হক। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনাসভার মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মোস্তফা কামরুল হাসান এবং গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে ১০টার দিকে মুজিবনগর উপজেলার মানিকনগর ডিএস দাখিল মাদরাসা থেকে মুজিবনগর উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহসভাপতি গরীবউল্লাহর নেতৃত্বে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি কেদারগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার দুর্নীতি দমন কমিশনের সদস্য সচিব বাকের আলী ও সদস্য আলহাজ ওমর ফারুক প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৱ্যালিতে অংশ নেয়।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে মঙ্গলবার ৱ্যালি, মানববন্ধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব কর্মসূচির আয়োজন করে। সকালে শহরের এইচএসএস সড়ক থেকে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পোস্টঅফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ঝিনাইদহ সনাক কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শরিফাতুন নেছার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল মা’বুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এনএম শাহজালাল, সরকারি কেসি কলেজের অধ্যাপক মহব্বত হোসেন টিপু, সনাক সহসভাপতি আসমা জামান ও সনাক সদস্য খোন্দকার আবু সাইদ। সভাটি সঞ্চালনা করেন টিআইবির ঝিনাইদহ এরিয়া ম্যানেজার মো. মজিবর রহমান।

কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মেন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে শহরে ৱ্যালি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সোনারবাংলা ফাউন্ডেশন পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, পল্লব প্রমুখ।