ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: রাজধানীতে কর্মরত অফিসগামী যাত্রীদের সুবিধার্থে টঙ্গী রেলওয়ে স্টেশনে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে  একটি ডেমু ট্রেন চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী রেলওয়ে জংশনে টঙ্গী-কমলাপুর রুটে টঙ্গী কমিউটার (ডেমু) ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, ট্রেনের মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে সেবা দেয়ার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি। এজন্য মহাপরিকল্পনা তৈরি করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। অফিসগামী বিভিন্ন পেশাজীবী মানুষ এর মাধ্যমে সুবিধা পাবে। ট্রেনটি সকাল ৫টা ২৫ মিনিটে কমলাপুর ছেড়ে টঙ্গী পৌঁছুবে সকাল ৬.১০টায়। টঙ্গী ছাড়বে সকাল ৭.৪০টায় বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে কমলাপুর পৌঁছুবে সকাল ৮.৩৫ মিনিটে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমুর ধারণক্ষমতা হবে ৬০০ জন যাত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।