ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ২৭ জনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে গতকাল মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। রেডক্রস এ তথ্য নিশ্চিত করেছে। ঝড়ে অধিকাংশ লোক মারা গেছে পূর্বাঞ্চলীয় সামার দ্বীপে। ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে বয়ে আসা ঝড়টি প্রথমে সামার দ্বীপেই আঘাত হানে। পরে এটি দূর্বল হয়ে পশ্চিম দিকে এগিয়ে যায়। সোমবার রাত ও গতকাল মঙ্গলবার সকালে এটি ম্যানিলার ওপর দিয়ে বয়ে যায়। এদিকে ঝড়ের কারণে আশ্রয় কেন্দ্রে থাকা হাজার হাজার লোক মঙ্গলবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিপাত কিংবা বন্যা দেখা দেয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সোমবার বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছিলো। তারাও কর্মস্থলে যোগ দেয়া শুরু করেছেন। স্টক মার্কেটেও কার্যক্রম শুরু হয়েছে। ফিলিপাইন রেডক্রস চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানান, মঙ্গলবার পর্যন্ত মৃতের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৭ জনে। তিনি ধারণা করছেন সামারসহ অন্যান্য এলাকার পরিস্থিতি পুরোপুরি জানার পর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।