টিপ্পনী

খবর:(হাইসিকিউরিটি কাশিমপুর কারাগার থেকে অস্ত্র গায়েব)

বেড়ায় যদি ক্ষেত খেয়ে যায়
করবে মালিক কী?
বউ শুধু খায় চুরি করে
তাকিয়ে দেখে ঝি!

বাড়ির দশা হাঁড়ির দশা
জেল কারাগার ফাঁড়ির দশা
এই দশা নয় ভালো
কপাল কালো কালো!

নেই ঝুড়িতে তলা
যায় না তবু বলা
বললে কথা খাবেন চড়
পারলে দুবার পায়ে পড়।
-আহাদ আলী মোল্লা