জানুয়ারিতে ডিসিসি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত নয়

 

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারিতে ঢাকার দু সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ইসি প্রস্তুত নয়। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদের পর নির্বাচনের প্রস্তুতি নেয়া হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন। এমন খবরের ভিত্তিতে সিইসি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। জানুয়ারিতে নির্বাচন সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, জানুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। আমাকে সময় দিতে হবে। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণ ও তফসিল ঘোষণার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি পাইনি। তিনি আরো বলেন, বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন করতে হলে আগে সীমানা সংক্রান্ত যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে। জটিলতা নিরসন না করে নির্বাচন করা সম্ভব নয়। কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকার বিভাগকে আমরা অনেকবার তাগাদা দিয়েছি। কোনো কাজ হয়নি। এবার ওপরের চাপে যদি কিছু হয়।