আন্দোলন ঠেকাতে ডিসিসি নির্বাচন দিতে চায় সরকার

 

স্টাফ রিপোর্টার: সরকারকে অনৈতিক, অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের বৈধতার জন্য সব ধরনের অপকৌশল গ্রহণ করেছে। আর এখন আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের কথা বলছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে দেখতে এসে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এ মন্তব্য করেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিসিসি নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার নিজেদের বৈধতার জন্য এবং বিরোধীদলের আন্দোলনকে দমন করতে সব ধরনের অপকৌশল গ্রহণ করছে। এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এতোদিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলছে। অতীতে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যায়নি এমন দাবি করে ডিসিসি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, যখন ওই নির্বাচন আসবে তখন দলীয় সিদ্ধান্ত জানানো হবে। মির্জাজ ফখরুল বলেন, বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম অনেক দিন ধরে অসুস্থ। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাকে দেখতে এসেছি। আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হবেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।