ডিভি লটারিতে বাংলাদেশের কোটা শেষ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশি নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম ২০১২ সালের কোটা শেষ হয়ে গেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন অনুসারে কোনো দেশ থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকলে, সে দেশ আর ডিভি প্রোগ্রামে অংশ নিতে পারে না। বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তাই বাংলাদেশ ডিভি প্রোগ্রামে অংশগ্রহণের জন্যও আর যোগ্য নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস জানতে পেরেছে যে, কিছু বাংলাদেশি নাগরিকের কাছে ইমেলে যুক্তরাষ্ট্রের ভিসা লটারি জয়ী হওয়ার বার্তা আসছে। এ প্রেক্ষিতে দূতাবাস তাদের জানাতে চায়, যুক্তরাষ্ট্র সরকার কখনোই  ইমেল বা টেলিফোনে বিজয়ীর নাম ঘোষণা করে না। এছাড়া ডিভি লটারিতে অংশগ্রহণের জন্য কোনো বিজ্ঞাপনও দেয় না। বিধায় এ ধরনের ইমেল অবশ্যই জালিয়াতি। যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ভিসা-সংক্রান্ত তথ্যের জন্য নিচের ওয়েবসাইটে যোগাযোগের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ওয়েবসাইট-  http://travel.state.gov

Leave a comment