ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন কৃষকদলের বর্ধিতসভা গতকাল বিকেল ৩টায় ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সভাপতি আনারুল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন- সাগান্না ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন, সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আনাম, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আরিফ আহাম্মদ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. খলিল মেম্বার, ওলিয়ার রহমান, সেলিম রেজা মিলন, বশির উদ্দীন, রিপন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান।