দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা বিএডিসি হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান ছালমা জাহান পারুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সমবায় অফিসার নাসরিন সুলতানা, পল্লি উন্নয়ন অফিসার সৈয়দ আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। সভায় বেগম রোকেয়ার সংগ্রামী জীবন নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত সফল ৪ নারী জয়িতা হুদাপাড়ার রোকেয়া খাতুন, কার্পাসডাঙ্গার কুলছন খাতুন, চিৎলার রিনা খাতুন ও হেমায়েতপুর বেড়বাড়ির আরজু খাতুনকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী হোসনে আরা খাতুন।