আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১৫টি গাড়ির মালিককে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় মোটরযান অধ্যাদেশ আইনে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি গাড়ির মালিকের কাছ থেকে দু হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন। গতকাল রোববার দুপুরে থ্রি হুইলার সিএনজি, অটো, মোটরসাইকেল, বাস-ট্রাক, আলমসাধুর ওপর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের পৌর এলাকা আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের নিকট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধভাবে রাস্তায় চালানো ও গাড়ি চালকদের ড্রাইভিং লাইন্সেস এবং গাড়ির রেজিস্ট্রেশন জন্য জরিমানা করেন। গোবিন্দপুরের বাদলকে ২শ টাকা, ফরিদপুরের মোশারেফকে ২শ টাকা, ভোলারদাড়ির মিলনকে ১শ টাকা, আমিরুলকে ১৫০ টাকা, চিৎলার সাইফুলকে ২শ টাকা, চুয়াডাঙ্গার জনিকে ১ টাকা, মুন্সিগঞ্জের গিয়াসকে ১শ টাকা, খুলনার মিকাইলকে ২শ টাকা, জোড়গাছার মুনছুরকে ১শ টাকা, ভাংবাড়িয়ার আব্বাসকে ১শ টাকা, কুষ্টিয়ার রাজুকে ২শ টাকা, কাকিলাদাহর জাহাবুলকে ১শ টাকা, আলমডাঙ্গার শফিউরকে ১শ টাকা, মুন্সিগঞ্জের মনিরুলকে ১শ টাকা, অশোককে ১শ টাকাসহ দু হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম, আলমডাঙ্গা থানার এসআই বদিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।