স্টাফ রিপোর্টার: ২৫ ঘণ্টা আগেই মৃত ঘোষণা করা হয়েছিলো এক অজ্ঞাতপরিচয়ের নারীকে। সাড়ে তিন ঘণ্টা পর তিনি আবার জীবিত হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি মারা যান। মৃত ঘোষণার সাড়ে তিন ঘণ্টা পর ওই নারীর বেঁচে ওঠার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, ঢামেক হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোষণা, ডেথ সার্টিফিকেটসহ আনুষঙ্গিক বিষয় সম্পন্ন করে লাশ হাসপাতাল মর্গে হস্তান্তরের প্রক্রিয়া শেষে নড়েচড়ে ওঠেন অজ্ঞাত পরিচয় ওই নারী রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ইউনিটে গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুশফিকুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বিষয়টি শুনে বৃহস্পতিবারই দায়ী চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি দেয়ার ঘোষণা দেন।
ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. মুশফিকুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার ওই রোগীর ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ রক্তের কয়েকটি পরীক্ষা করা হয়।