জীবননগর নবদুর্গাপুরের কানাপুকুর দখল হয়ে যাচ্ছে

 

জীবননগর ব্যুরো: দখলদারের কবলে পড়েছে জীবননগর উপজেলার নবদুর্গাপুরের কানাপুকুর। খাসজমিতে অবস্থিত এ কানাপুকুরে এলাকাবাসী তাদের গোসলসহ নিত্যদিনের কাজ করলেও এটি দখল করতে পুকুর সংলগ্ন প্রভাবশালী একটি মহল উঠেপড়ে লেগেছে। প্রভাবশালী ওই মহল ইতোমধ্যে পুকুরের কিছু অংশ দখল করে নিয়েছে। ক্রমেই পুরো কানাপুকুর দখলের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নবদুর্গাপুরে সরকারি খাসজমিতে একটি পুকুর রয়েছে। কানাপুকুর নামে পরিচিত ওই পুকুরে পাশে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনের জমি রয়েছে। ওই কানাপুকুরের প্রতি লোলুপ দৃষ্টি পড়েছে হারুনের। তিনি ক্রমেই কানাপুকুর দখল করে নিচ্ছেন বলে অভিযোগ। হারুন ইতোমধ্যে পুকুরের প্রায় ৭ শতক জমি দখল করে নিয়েছে। পুকুরের বাকি অংশও দখল করার পাঁয়তারা করাতে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।