দামুড়হুদায় প্রকাশ্যেই চলছে সরকারি জমি কেটে মাটি বিক্রির মহোৎসব
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা-হাতিভাঙ্গা সড়ক ঘেঁষে এলাকার ভূমিদস্যুরা অনেকটা প্রকাশ্যেই সরকারি জমি কেটে মাটি বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। ট্রাক্টর ভিড়িয়ে অনেকটা গায়ের জোরে রাস্তার কোল ঘেঁষে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে গোবিন্দহুদা-হাতিভাঙ্গার পিচ রাস্তাটি আজ হুমকির মুখে। এ নিয়ে ওই সমস্ত ভূমিদস্যুদের প্রতি পার্শ্ববর্তী জমির মালিকদেরও রয়েছে নানা অভিযোগ। সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলেও যেন দেখার কেউ নেই। ভূমিদস্যু চিৎলা গ্রামের ট্রাক্টর মালিক বিএনপি নেতা খোকন ও তার লোকজন ওই মাটি বিক্রি করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। বিষয়টি ইউএনও’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী মহল।
ভুক্তভোগী মহল জানান, দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা-হাতিভাঙ্গা পিচরোডের বা পাশ ঘেঁষে এলাকার ভূমিদস্যুরা অনেকটা প্রকাশ্যেই সরকারি খাসজমি থেকে মাটি কেটে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে ওই রাস্তার কোল ঘেঁষে মাটি কাটার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পিচরোডটি রয়েছে হুমকির মুখে। ইতোমধ্যেই ওই পিচ রাস্তার বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। এভাবে পিচরোড ঘেঁষে মাটি কাটতে থাকলে সামনের বর্ষা মরসুমে ওই রাস্তাটি ভেঙে বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর অভিমত। ওই রোডে বর্তমানে যেখানে মাটি কাটা হচ্ছে তার পশ্চিমে রয়েছে আজাদ খাঁনের জামি। ওই জমিতে রয়েছে ভুট্টার আবাদ এবং উত্তরে রয়েছে আমির হোসেনের জমি। তাতে করা হয়েছে গমের আবাদ। ভুক্তভোগী আমিরের ছেলে চাঁদ আলী অভিযোগ করে বলেন আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা জোর করে মাটি কাটছে। এছাড়া দক্ষিনে রয়েছে একটি কাঁচারাস্তা। ওই রাস্তাটিও রয়েছে ঝুঁকির মধ্যে। সংশ্লিষ্ট ভূমি অফিসের লোকজন বিষয়টি জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও এলাকাবাসীর অভিযোগ। এলাকার বৃহত্তর স্বার্থেই ওই রাস্তার কোল ঘেঁষে মাটি কাটা বন্ধ করা প্রয়োজন। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী মহল।