চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র উবাইদুল ইসলাম তুহিন খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মান শ্রেণির মেধাবী ছাত্র উবাইদুল ইসলাম তুহিন ২০১৩-২০১৪ সালের খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রহমত আলী বিশ্বাস, উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান, সহকারী অধ্যাপক রুহুল আমীন, সহকারী অধ্যাপক রোভার লিডার মো. জাহিদ হাসান, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক মো. হেলাল উদ্দীন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে তুহিনের হাতে ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস।

খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট উবাইদুল ইসলাম তুহিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন আমার একার নয়, চুয়াডাঙ্গা জেলাবাসী এ অর্জনের অংশীদার। এছাড়া কলেজের সকল শিক্ষক, স্কাউটসের সকল শিক্ষক ও সহকর্মীরা আমাকে বিভিন্ন সময় পরামর্শ ও সহযোগিতা করেছেন। এ সাফল্য তাদেরকে উৎসর্গ করতে চাই। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আরো অনেক দূর যেতে পারি।

উবাইদুল ইসলাম তুহিন চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে ইসলামে ইতিহাস ও সংস্কৃতি (সম্মান) শ্রেণিতে বিভাগে ভর্তি হন। সর্বশেষ ২০১০ সালের সম্মান শেষবর্ষের পরীক্ষায় কৃতীত্বের সাথে উত্তীর্ণ হন।

উল্লেখ্য, উবাইদুল ইসলাম তুহিন বর্তমানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের যুব প্রধান। এছাড়া চুয়াডাঙ্গা জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি ও তামাকমুক্ত চুয়াডাঙ্গা গড়া সুবাসের সভাপতি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিউক্রাডঙের চুয়াডাঙ্গা জেলার প্রথম আরোহী।