আমঝুপি নীলকুঠির বাউল গানের আসর থেকে বাড়ি ফেরার সময় সামনে পড়ে একদল অস্ত্রধারী
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের চা বিক্রেতা রিপন হোসেনের (২৮) পায়ে গুলি করেছে ডাকাতরা। গত বুধবার মধ্যরাতে ডাকাতদল রিপনকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী মাঠের মধ্যে গুলি করে ফেলে যায়। রাতেই তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রিপন জানান, আমঝুপি নীলকুঠিতে একটি গানের অনুষ্ঠান শেষে রাত একটার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ির সামনে পৌঁছে ২০/২৫ জন সশস্ত্র লোক দেখে তাদের পরিচয় জানতে চান। কোনো কিছু বোঝার আগেই তারা রিপনের মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে তাদের সাথে নিয়ে যায়। গ্রামের পার্শ্ববর্তী রঘুনাথপুর ছটাঙ্গা মাঠের মধ্যে রিপনের বাম পায়ে একটি গুলি করে নির্বিঘ্নে চলে যায়। পরে পুলিশে সহায়তায় গুরুতর আহত রিপনকে উদ্ধার করে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রিপন আমঝুপি গ্রামের সাঁকোপাড়ার নূরুল হুদার ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানান মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ডাকাতির উদ্দেশে এসে রিপনকে সামনে পেয়ে তাদের মিশন ব্যর্থ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে রিপনকে গুলি করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। রাত থেকেই তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে তিনি জানান। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ডাকাতদলের কোনো সদস্য আটক হয়েছে বলে জানা যায়নি।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপি সাঁকোপাড়ার হুদা মোল্লার ছেলে বিপুল আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত বাউল গান শুনে গত বুধবার রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে একদল অপহরণকারীর সামনে পড়েন। সন্ত্রাসীরা তার চোখ বেঁধে আমঝুপি বাটিকামারি মাঠের মধ্যে নিয়ে যায় এবং তার বাড়িতে মোবাইলফোনে দু লাখ টাকা চাঁদা দাবি করে। এ খবর পাওয়ার পর সাঁকোপাড়ার লোকজন অপহরণকারীদের মাঠের দিকে তাড়া করলে বিপুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। হাত-চোখ-মুখ বাধা অবস্থায় এলাকাবাসী তাকে মাঠ থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার ডান পায়ের হাঁটুর ভেতরে গুলির টুকরো আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।