ইবির বাসে দুর্বৃত্তদের আগুন : চালক আহত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের গাড়াগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসসূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষক বহনকারী বাস (ঢাকা-মেট্রো-ঝ-১৪-০২১৬৫) ঝিনাইদহ শহরে শিক্ষকদের রেখে ক্যাম্পাসে ফিরছিলো। বাসটি দুপুর সোয়া একটার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ নামক স্থানে এসে পৌঁছুলে দৃর্বৃত্তরা প্রথমে বাসটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা বাসটি থামিয়ে তাতে আগুন দিয়ে দেয়। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে কোনো শিক্ষক ছিলেন না। তবে দুর্বৃত্তদের হামলায় গাড়িচালক আলী হাসান আহত হয়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে ভাঙচুর ও আগুন দেয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ মাহফুজ সাজনের কিছু অনুসারী ও ছাত্রলীগের চাকরি প্রত্যাশী কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে। পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, বাসে আগুন দেয়ার বিষয়টি সত্য। ধারণা করা হচ্ছে ছাত্রলীগের পদবঞ্ছিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এটা করেছে।

ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি মো. ছগীর মিয়া বলেন, যেসব দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে তাদের তালিকা আমার কাছে রয়েছে। তাদেরকে ধরার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।