স্টাফ রিপোর্টার: ভাই, আমি ফ্লেক্সি লোড দোকানের কর্মচারী। ভাই, ভুল করে আপনার মোবাইল ফোনে ৫ হাজার ২শ টাকা চলে গেছে। একটি ম্যাসেজ পেয়েছেন তো। প্লিজ ভাই, মালিক জানতে পারলে আমার চাকরি চলে যাবে। আমি এক বিকাশ নম্বর দিতে পারি। দুইশ টাকা কম দিয়েন। এভাবেই ম্যাসেজ দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করেছে। গতকাল বুধবার এমনই একটি ম্যাসেজ পরীক্ষা করে প্রতারণা বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বেলা ১১টা ৪৭ মিনিটে এক ব্যক্তির মোবাইল ফোনে ০১৭৮৫২৭০০২৭ নম্বর থেকে একটি ম্যাসেজ (ফ্লেক্সি লোড করার পর যে ম্যাসেজটি পাওয়া যায়) পাঠানো হয়। যাচাই বাছাই করে দেখা যায় এটি প্রতারণা করার নতুন কৌশল।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়তই এ ধরনের ম্যাসেজ দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। প্রায়ই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের কোন ম্যাসেজ পাওয়া গেলে তা যাচাই বাছাই করার জন্য মোবাইল অপারেটরের সহায়তা নেয়া উচিত বলে তিনি মনে করেন।