ডাকবাংলা আ. রউফ কলেজের নিয়োগ ঠেকাতে আদালতে মামলা

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের নিয়োগ ঠেকাতে আদালতে মামলা করেছেন ওই কলেজের শিক্ষক মো. শাহানুর আলম। তিনি জানান, আমি সরকারি বিধি মোতাবেক ২০০২ সালে নিয়োগ পেয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। সুপ্রিম কোর্টে মামলা থাকায় বেতন ঝুলে আছে। এ পদে নিয়োগ দেয়ার কোনো সুযোগ নেই। শুধু বাণিজ্য করার জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট এর সুবিচার কামনা করছি।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত জেসমিন বলেন, মামলার সমন আমি হাতে পেয়েছি। তবে কলেজে মহিলা কোটা পূরণ না থাকায় তার ওই পদে পদায়ন করা সম্ভব হচ্ছে না। শিক্ষক শাহানুর আলম সুপ্রিমকোর্টে মামলা করেছেন। কলেজের প্রত্যেকটি নিয়োগ সরকারি বিধি মোতাবেক হচ্ছে। আর শাহানুর আলম যে অভিযোগ তুলে মামলা করেছেন তা সঠিক নয়। কারণ ২০১২ সালের ১৪ জুলাই এমপিওভুক্তির জন্য কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এটি রেজুলেশন করা হয়। আইনের জটিলতার কারণে দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় গত ১৫ নভেম্বর কলেজ পরিচালনা পর্ষদের মিটিঙে ২০১২ সালের ১৪ জুলাইয়ের রেজুলেশন বাতিল করা হয় এবং ২৫ নভেম্বর উল্লেখিত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এদিকে অভিভাবক সদস্য মুন্সি মো. শাহীন রেজা সাঈদ জানান, কলেজের ব্যবস্থাপনা বিষয় পদটি শূন্য হয়ে পড়লে কমিটির সিদ্ধান্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে কলেজের নিয়োগ সম্পন্ন হবে।